April 25, 2024, 2:05 pm

ফিরে দেখা!

রাশিদ- য়ে আশরার।

একটু ফিরে চাও দৃষ্টি মেলে দেখো চারিদিকে-
ছড়িয়ে ছিটিয়ে বিক্ষুব্ধ মানব অগোছালোভাবে;
অনাহারে-অর্ধাহারে জীবন ধারন- অনন্ত ক্ষুধা পেটে নিয়ে…
জীর্ণ বসন উস্কোখুস্কো এলো কেশ, ছিন্ন বস্ত্র, অনিয়ন্ত্রিত জীবন… ময়লা বসন!
নিস্তব্ধ নিশুতি রাতের নিয়ন আলোয় নিঃস্ব প্রহরে
অযাচিতভাবে নেশার ঘোরে ছন্নছাড়া ছিন্নমূল,
কীটপতঙ্গের নেয় ভাসমান- নিষিদ্ধ মানব;
সুযোগ পেলে ওরাই হয়তো হতে পারত এদেশেরই বুদ্ধিজীবী- কৃতিসন্তান!

বৈরী আবহাওয়া বন্যা- খরা, প্রতিকূল পরিবেশ পরিস্থিতির কারণে নষ্ট কেউ,
কেউবা আবার দারিদ্রতার কষাঘাতে বিপর্যয়ে- অধঃপতন চরম পর্যায়ে!
ঘোরে নাকো ভাগ্যের চাকা- পায়না তারা
আলোর দেখা- জীবন ওদের অদ্ভুত একাধারে ঢাকা!

নিজে ভালো থাকতে হলে রাখতে হবে উন্মুক্ত মন,
হৃদয়টা বড়- হাতটা করো প্রশস্ত নিজ স্বার্থ দূরে রেখে,
হও আগুয়ান ত্যাগের মহিমা মাথায় রেখে!
পোলাও কোরমা, রোস্ট আর চিকেন কারি;
উদরপূর্তি আকাশে ভুড়ি-ভোজন বিলাস নেই জুড়ি!
জুটছে কিনা ডাল ভাত একটু হাসি মলিন মুখে-
বাঁচতে হলে জানতে হবে-ভাবতে হবে এসব নিয়ে
আত্ম স্বার্থ দূরে রেখে!

একটু ফিরে চাও দৃষ্টি মেলে দেখো তোমরা যদি ওদের জায়গায়-
ওদের মতো তোমরা হতে, ব্যাপারটা তাহলে কেমন হতো?
ধর্ম- গোত্র- জাতি, বর্ণ ছাপিয়ে সবার উপরে মানুষ সত্য!
“প্রত্যেকে মোরা প্রত্যেকের তরে’ এই নীতিতে চললে পরে…
গড়ে উঠবে সোনার দেশ বিশ্ব দরবারে মাথা উঁচিয়ে-
থাকবে দাড়িয়ে গর্ভ ভরে…
বাঙালির প্রতীক বিজয় নিশান- লাল সবুজ পতাকা
আপন সংস্কৃতি, আপন কীর্তি বাঙালিয়ানায়!

কাব্যগ্রন্থ-অস্থির সময়ে ক্লান্ত পাখিরা
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :