April 20, 2024, 9:28 am

বাসচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু: সেই চালক কারাগারে

অনলাইন ডেস্ক।
রাজধানীর বিমানবন্দরে আজমেরী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রিমান্ড শেষে বাসচালক তসিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে আদালতে এই আদেশ দেন।
এর আগে, একদিনের রিমান্ড শেষে বাসচালক তসিকুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে গত ২০ জানুয়ারি বাসচালক তসিকুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই এমরান হোসেন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামিপক্ষে অ্যাডভোকেট মুরাদুজ্জামান ও মনিম হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত জামিন খারিজ করে রিমান্ডের এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী আকাশ ইকবাল (৩৩) ও স্ত্রী মায়া হাজারিকা মিতু (২৫) নিহত হন। ঘটনার পর ওদিনই মিতুর বাবা মানিক মিয়া বাদি হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। ঘটনার দিন রাতেই গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তসিকুলকে আটক করে সিআইডি।
পরে এ মামলার এজাহার আদালতে পৌছালে মামলাটি তদন্ত করে আগামী ১৫ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :