March 23, 2023, 11:44 pm

বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বাঘা যতীন এঁর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানববন্ধন করেছে ” বিপ্লবী বাঘা যতীন একাডেমি।শনিবার বিকেলে শহরের দোয়েল চত্তর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।এসময় জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, বিপ্লবী বাঘা যতীন একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, পৌর আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :