July 27, 2024, 6:36 am

ব্যক্তি পরিবার, সমাজ ও গণ সচেতনামূলক রচনা!

উপলব্ধির পাতা থেকেঃ ।।

রাশিদা য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

চোখ থাকলেই সবাই দেখতে পারে না, সীমার অগোচরে দৃষ্টি এড়িয়ে যায়। বর্তমান সময় পরিবেশ- পরিস্থিতি দেশের হাল এরকমই! চোখের সামনে বড় বড় অপরাধ ঘটলেও কারো যায় আসে না। খুনখারাপি, অপহরণ ধর্ষণ নিত্য নৈমত্তিক ব্যাপার। মানুষ উত্তরোত্তর নিজের শুধু নিজের জন্যই ভাবতে-ভাবতে এতটাই স্বার্থপর হয়ে গেছে জাতিগতভাবেই স্বার্থপর ও বিবেক বর্জিত। বাঙালি চোরের জাতি সেইসঙ্গে মাথামোটা অপবাদ টি রয়ে গেছে আবহমানকাল ধরে বরং এখন মানবতায় মনুষ্যত্বের অবক্ষয় চরমভাবে! মানুষ সামাজিক জীব। কিন্তু উন্নত পরিবার ছাড়া উন্নত মানের সমাজ গঠনে কি সম্ভব? মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ ভাবেই একে অপরের উপর নির্ভরশীল। নিজের শিকড়ের স্থান অস্তিত্ব, পিতা-মাতা, স্বামী- স্ত্রী- সন্তান, আত্মীয়-স্বজন পরিজন নিয়েই পরিবার। তাই সমাজে চলতে হলে সমাজ বদ্ধ হয়েই বাস করা প্রয়োজন। অথচ আমাদের সমাজ কি আসলেই বাসযোগ্য? দেশ চালনার ভার সরকারের কাঁধে কিন্তু মূলত সমাজ গঠিত করে মানুষ। জাতি বা দেশ রক্ষা হয় দেশটির জনগোষ্ঠী যদি উন্নত হয় মন, মানসিকতা স্বভাব চরিত্রে। মানুষের মধ্যেই যখন মানবতা মনুষত্ব ও বিবেকবোধের অবক্ষয় তখন কি করে উন্নত মানের সমাজ গঠিত হবে? আমাদের বিবেকবোধের জায়গাটি যদি স্বচ্ছ না হয় তাহলে ক্ষতিগ্রস্ত নিজেরাই হব ও আমাদের আগামী প্রজন্ম বংশপরম্পরায় ক্ষতিগ্রস্ত হবে! ভুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :