July 27, 2024, 9:45 am

ভগ্নহৃদয় আহত আশা!

রাশিদা-য়ে আশরার।।

জীবনের সাত রং ঝরে যায় তবুও জীবন,
সুখের জল ছবি এঁকে দিয়ে স্বপ্ন রঙিন;
সময়ের নিয়মে সে পরিণত ও গতিশীল;
রংধনু আকাশে- সত্যের বাতাসে ভেসে
যাওয়া মহাকালের পাতায় নব ইতিহাস!

কল্পনার রং গায়ে মেখে বেঁচে থাকার-
তীব্র আকাঙ্ক্ষা; স্বপ্নবিলাসী জীবনের
অভিলাষ!
বাস্তবতার দেওয়ালে হেলান দিয়ে সে,
কখনো ধূসর কখনো সাদা কালোই!

বৈচিত্রহীন জীবনে ফিরে আসে বৈচিত্র্য;
আশা স্বপ্ন অকৃত্রিম আশ্বাসে বিশ্বাস
জাগায় দুর্ভেদ্য দুর্গ গড়ার;
অসীম সাহস ললাটে মেখে গায় শেকল
ভাঙার গান-
হৃদয় নিঃসৃত রক্তিম আভা ললাটে মেখে,
শত অভিব্যক্তে পুড়ে বিদগ্ধ আবেগ-
অনুভূতিতে জেগে ওঠে বহিঃপ্রকাশের ঝড়!

সুখ-দুঃখ সদা সহাবস্থানে অবস্থান…
লাল সবুজ পতাকার বেদীতে বিজয়
অভিযান- অর্জন চেতনায় ভাস্কর;
বিজয়ের মাস গৌরবে সৌরভে ফিরে
আসে বারবার ১৬-ই ডিসেম্বর…
বাঙালির মনে-প্রাণে মিশে স্বতঃস্ফূর্ততাই!

কিন্তু বছর ঘুরে ফিরে আসে ১৫-ই আগস্ট;
ঐতিহাসিক মর্মান্তিক ঘটনার কাল রাত্রি
ফিরে আসে বারবার…
আশা মৃত্যু স্বপ্নের সমাধি হয় ক্ষতবিক্ষত
হয় ভগ্ন হৃদয়!
ম্লান হয়ে যায় সেই আনন্দ উচ্ছ্বাস;
কষ্ট ও ভাবনায় মিশে হয় বেদনা বিধূর
বেজে ওঠে বিষাদের সুর;
কাল রাত্রির অন্ধকারাচ্ছন্ন মুহূর্তটি প্রগাঢ়
আজও স্পষ্ট ও স্পর্শকাতর’
ভোরের আকাশে সোনালী সূর্যটি লাল;
স্বাধীন বাংলার পাদদেশে- আকাশের বুক
চিরে হয় অস্তমিত!

হে বাঙালির সূর্য সন্তান! রাজনীতির কবি!
তোমার অকাল প্রনয়নের সঙ্গে স্বাধীনতার
সূর্য অস্তমিত…
তবুও তুমি রবে স্মৃতিতে চির অম্লান;
প্রজন্ম থেকে প্রজন্ম- কীর্তিতে সুমহান…
তুমি জনমনে বর্ষিয়ান!
তুমি সর্বংসহা ক্ষণজন্মা পথিক এক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :