July 27, 2024, 9:25 am

শাহজালালে হ্যাঙ্গারে থাকা এক বিমানে আরেকটির ধাক্কা

অনলাইন ডেস্ক।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) ঢোকানোর সময় এক উড়োজাহাজ আরেকটির ধাক্কা লেগেছে। এতে বিমান বাংলাদেশের দুটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজ দুটি হলো বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৩৭।

আজ সোমবার সংশ্লিষ্টরা জানান, গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

হ্যাঙ্গারে আগে থেকেই বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিও রক্ষণাবেক্ষণের জন্য সেখানে নেওয়া হচ্ছিল। তখন বোয়িং ৭৩৭ এর সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনে অংশের ধাক্কা লাগে। এতে বোয়িং ৭৭৭ এর সামনের অংশে থাকা ওয়েদার রাডারটি ভেঙে যায়।
আর বোয়িং ৭৩৭ এর পেছনের দিকের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ক্ষতিগ্রস্ত হয়।
ধাক্কার পর দুটি উড়োজাহাজই অকেজো (গ্রাউন্ডেড) হয়ে আছে। মেরামতের আগে উড়োজাহাজ দুটি উড়তে পারবে না।

এ ঘটনায় আজ দুপুরে উড়োজাহাজ দুটি পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিষয়টির তদন্তে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :