May 17, 2024, 4:14 pm

আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

দেশের ইতিহাসে রেকর্ড তাপমাত্রার পর টানা ৫ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়।

বৃহস্পতিবার (২ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১.৮ ডিগ্রী সেলসিয়াস । বাতাসের আদ্রতা ১০%।

দীর্ঘ ৩৫ বছরের তাপমাত্রার রেকর্ড মাড়িয়ে গত ৩০ এপ্রিল ৪৩.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়।

বুধবার (১ মে) বিকেল ৩ টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

প্রকৃতিতে যেন আগুনের ফুলকি ঝরছে। একেবারে মরভুমির তাপমাত্রা। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর জানান, চলতি সপ্তাহে টানা ৫ দিন সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। এখনও অতি তীব্র তাপদাহ চলছে। এ অবস্থা আগামী দু’একদিন থাকতে পারে। ৪/৫ মে কাল বৈশাখি ও বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।

টানা প্রায় ২০ দিন চুয়াডাঙ্গা জেলা তীব্র তাপপ্রবাহে জনজীবন অস্থির হয়ে উঠেছে। তীব্র রোদ আর রোদে আগুনের ফুলকির মতো তেজ যেন মরুভুমির তাপমাত্রা। অতি তাপদাহে অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ও প্রানীকুল।

কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা ঠিকমতো কাজে বের হতে পারছেন না । একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ড পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরী প্রয়োাজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচন্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :