May 11, 2024, 1:05 am

আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস

তীব্র তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় মানুষের জনজীবন ওষ্ঠাগত। বিগত ১৪ দিন ধরে জেলায় মাঝারি, তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে ৭ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
আজ শনিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এ জেলায়। তীব্র তাপ্রবাহের কারণে প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। হাসপাতালে ডায়রিয়াসহ বিভিন্ন রোগীর চাপ অস্বাভাবিকহারে বেড়ে গেছে।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) থেকে আবারও নতুন করে ৭২ ঘন্টা হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই। বরং আরো বাড়তে পারে তাপমাত্রা।
উল্লেখ্য গত বছর ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :