May 19, 2024, 2:45 am

আটোয়ারীতে কাজু বাদাম ও কফি চাষ সংক্রান্ত প্রশিক্ষণ

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কাজু বাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দিনব্যাপি প্রশিক্ষণে সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায় ও মোঃ ফরহাদ হোসেন। প্রশিক্ষণে কাজু বাদাম ও কফি চাষের গুরুত্ব, উপযোগিতা, চাষ পদ্ধতি, জমি নির্বাচন, সার ও বালাই ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে সহজ ও প্রাঞ্জল ভাষায় বিস্তারিতভাবে কৃষি প্রশিক্ষনার্থীদের সামনে উপস্থাপন করা হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার বলেন, কাজু বাদাম ও কফি চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। ঘরের আশপাশে এবং পতিত জমিতে বেশী করে কাজু বাদাম ও কফি আবাদের প্রতি গুরুত্ব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :