May 18, 2024, 2:50 pm

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারী অনুষ্ঠিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়’র ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ লাটারীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সমন্বয়ে কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। লটারী শুরু হওয়ার আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে লাটারীর নিয়ম-কানুন ও ভর্তি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। এসময় একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে উম্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির দু’টি শাখায় লটারীর মাধ্যমে চুড়ান্তভাবে ১১০ জন শিক্ষার্থী নির্বাচিত করা হয়। এছাড়াও ১১০ জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :