May 19, 2024, 8:38 pm

আটোয়ারীতে উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। ভোট ৮ মে বুধবার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ভোট ৮ মে বুধবার অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১,১১,৭৬২। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬,২৬০, মহিলা ভোটার ৫৫,৫০২। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪১। মোট ভোট কক্ষের সংখ্যা ২৯৭। মোট প্রার্থীর সংখ্যা ৯জন। চেয়ারম্যান পদে ২জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন । সহকারী রিটার্নিং অফিসার জানান, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ ও শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার (৭ মে) প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিরাপত্তার সহিত পৌছে গেছে। বুধবার ( ৮ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। কেহ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষনিক আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :