May 4, 2024, 8:50 am

আটোয়ারীতে উপজেলা পরিষদ নির্বাচনে ২জনের মনোনয়নপত্র প্রত্যাহার

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। প্রথম ধাপে অনুষ্ঠিত পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১১ প্রাথর্ীর মধ্যে ২ জন প্রাথর্ী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার ( ২২ এপ্রিল) চেয়ারম্যান পদপ্রাথর্ী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান এবং ভাইস চেয়ারম্যান  পদে উপজেলা ছাত্রদলের সাবেক  সদস্য সচিব মোঃ সায়মন আক্তার (সুমন) এর মনোনয়ন পত্র প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্রাথর্ীতা প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন তারা। ফলে এখন চেয়ারম্যান পদে বৈধ প্রাথর্ী রইলেন দুই জন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম ও এ্যাডভোকেট মোঃ আনিছুর রহমান। ভাইস চেয়ারম্যান পদেও  বৈধ প্রাথর্ী রইলেন ২জন। তারা হলেন, মোঃ সেলিম মোর্শেদ (মানিক) ও মোঃ মখলেছুর রহমান। মঙ্গলবার ( ২৩ এপ্রিল) চুড়ান্তভাবে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মোট ৯জন প্রাথর্ীর মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হবে। ৮ মে আটোয়ারী উপজেলায় প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এব্যাপারে মোঃ শাহাজাহান বলেন,দলীয় সিদ্ধান্ত মেনে এবং দলের প্রতি শ্রদ্ধা রেখে ও আনুগত্য প্রকাশ করে আমি ও ভাইস চেয়ারম্যান প্রাথর্ী সায়মন আক্তার সুমন মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :