May 20, 2024, 8:17 pm

আটোয়ারীতে বেগম রোকেয়া দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:

“ নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙ্গের বিশ্ব গড়ি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৯ ডিসেম্বর(বৃহস্পতিবার) দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দা:) মোঃ আরিফ হোসেন।

 



আরও পড়ুন-ঝিনাইদহে বাস চাপায় শিশু নিহত



প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, আইসিটি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এসময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ গ্রামের মোছাঃ আমেনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাধানগর ইউনিয়নের রসেয়া গ্রামের রানু কুননাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মোছাঃ কহিনুর বেগম ( তিন জনকে তিন ক্যাটাগরিতে) শ্রেষ্ঠ জয়িতার সম্মননা হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :