April 24, 2024, 8:43 am

আমার দাদা ও বাবার মত মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করতে চাই:এমপি জয়

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।

৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে গান্দাইল ইউনিয়নের পূর্বাঞ্চলের পাটাগ্রামে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর তীর হতে কাজিপুর উপজেলাধীন সিংড়াবাড়ি, পাটাগ্রাম, ও বাঐখোলা এলাকা সংরক্ষণ প্রকল্পের আওতায় কাজিপুর কাজিপুর উপজেলাধীন খুদবান্দী ও সিংড়াবাড়ি এলাকা নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন এমপি তানভীর শাকিল জয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমার দাদা শহীদ এম মনসুর আলী, বাবা প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের মত

মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত আমার নির্বাচনী এলাকার সকল জনগণের পাশে থেকে সেবা করতে চাই।

আমার বাবার মোহাম্মদ নাসিমের দেখানো পথে চলবো তাতে করে সিরাজগঞ্জ কাজিপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের
যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার।

পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন।

গান্দাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম।

উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আসাদ শেখ, গান্দাইল ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া সহ সকল নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :