May 17, 2024, 8:09 am

ইসরাইলের বিরুদ্ধে অধিকতর জরুরি পদক্ষেপ নিতে আইসিজে’র প্রতি দক্ষিণ আফ্রিকার আহ্বান

দক্ষিণ আফ্রিকা গাজার ব্যাপক অনাহার নিয়ে ইসরাইলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) বুধবার একটি আবেদন জমা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইসিজে’কে আরো জরুরি পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা আবেদন জানালে তা নাকচ হয়ে যায়।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারীর কার্যালয়ের বরাত দিয়ে প্রিটোরিয়া তার আবেদনে বলে, প্রায় দুর্ভিক্ষের কাছে থাকা এবং ইতোমধ্যে অনাহারে মারা যাওয়া গাজার জনগণকে রক্ষায় এই আবেদন হতে পারে শেষ সুযোগ।
দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে বলেছে, জেনোসাইড কনভেনশন ও আদালতের আদেশ লংঘন করে ইসরাইলের চালানো ইচ্ছেকৃত হামলার সরাসরি ফলাফল হচ্ছে- ফিলিস্তিনী শিশুদের ক্ষুধায় মৃত্যুবরণ।
প্রিটেরিয়া অবিলম্বে যুদ্ধ বন্ধ, সকল জিম্মির মুক্তি ও গাজায় ইসরাইলের অবরোধের অবসানসহ জরুরি সহায়তার আহ্বান জানিয়েছে।
এদিকে গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে সতর্ক করেছে জাতিসংঘ।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর পরই ইসরাইল গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে- যা অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৭১৭ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :