May 19, 2024, 6:13 pm

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত

ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ নিয়ে দোহায় সোমবার আবারো আলোচনা শুরু হচ্ছে। যদিও যুদ্ধ বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে মতভেদ রয়ে গেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, যুদ্ধবন্ধের দাবির কাছে সমর্পণ মানে পরাজয় মেনে নেয়া। এদিকে কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ নেতানিয়াহুর বিরুদ্ধে আলোচনায় যড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
আলোচনার সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সোমবার আলোচনা চলবে। আলোচনায় সিআইএ পরিচালক বিল বার্নস অংশ নিচ্ছেন। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এ আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর আগে কায়রোয় সর্বশেষ দফার আলোচনা উভয়পক্ষের মতভেদের কারণে ভেস্তে গেছে।
হামাসের একজন কর্মকর্তা রোববার জানিয়েছেন, তাদের একটি প্রতিনিধিদল যুদ্ধবিরতির আলোচনার জন্যে দোহা গেছে। এ প্রতিনিধি দল এরপর মঙ্গলবার আবার কায়রো ফেরত যাবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :