May 22, 2024, 5:25 am

কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয়?

এক্সক্লুসিভ ডেস্ক : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তাই আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই ধরনের তথ্যগুলি জেনে রাখা উচিত।

আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হলো, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে দামি কাঠের নাম কী?
উত্তরঃ আফ্রিকান ব্লাকউড, যার প্রতি কেজির মূল্য ৮-১০ লক্ষ টাকা।

২) প্রশ্নঃ একটা পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়?
উত্তরঃ ১৫ থেকে ২০ মিনিট। কিন্তু শীতকাল ভোর বিশ্রামে থাকে।

৩) প্রশ্নঃ রাবণকে সোনার লঙ্কা কোন দেবতা তৈরি করে দিয়েছিলেন?
উত্তরঃ আসলে বিশ্বকর্মার তৈরি করা সোনার লঙ্কা চুরি করেছিলেন রাবণ।

৪) প্রশ্নঃ কাঁচা লবণ খেলে আমাদের শরীরের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি হয়?
উত্তরঃ কাঁচা নুন আমাদের শরীরের সবথেকে বেশি ক্ষতি করে কিডনিকে।

৫) প্রশ্নঃ জানেন পৃথিবীর জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ ঈগল হলো পৃথিবীর জাতীয় পাখি।

৬) প্রশ্নঃ রান্নার গ্যাস লিক করলে একটা গন্ধ বের হয় সেটা কীসের গন্ধ?
উত্তরঃ আসলে রান্নার গ্যাস হল গন্ধহীন, তাই ইথাইল মারক্যাপ্টন নামক যৌগটি মেশানো হয়, যাতে গ্যাস লিক করলে গন্ধ বের হয়।

৭) প্রশ্নঃ এমন একটি দেশে নাম বলুন তো যে দেশে ইউটিউব নিষিদ্ধ?
উত্তরঃ চীন দেশে ইউটিউব নিষিদ্ধ। শুধু তাই নয় ফেসবুক, টুইটার গুগল সবকিছুই নিষিদ্ধ।

৮) প্রশ্নঃ কোন প্রাণী শিং নিয়ে জন্মগ্রহণ করে?
উত্তরঃ জিরাফ শিং নিয়ে জন্মগ্রহণ করে।

৯) প্রশ্নঃ ভারতের টাকা চলে এরকম একটি দেশের নাম?
উত্তরঃ নেপাল বা ভুটানে ভারতের টাকা চলে।

১০) প্রশ্নঃ জানেন পৃথিবীর দিন ও রাতের মাঝের রেখাটিকে কী বলা হয়?
উত্তরঃ পৃথিবীর দিন ও রাতের মাঝের রেখাটিকে টার্মিনেটর বলে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :