April 27, 2024, 5:52 am

খাঁচা

রাশিদা-য়ে আশরার।
ভেসে আসে মুয়াজ্জিনের আযানের ধ্বনি
মুহুর্মুহু তানে মোহিত হয়ে কান পেতে শুনি;
আহা কি মধুর সূরের মায়া- স্রষ্টার অপরূপ সৃষ্টি
মন ছুটে যায় সূদুরে রাসূল ঐ শানে মক্কা পানে!
আত্মভোলা মনে জং ধরেছে, তালা বিবেকে
মায়া জাল ভবে বিছিয়ে শিশু প্রমোদে ভাসে-
সুখ, ভোগ তরে, মহাবিষ্ট হয়ে অচেনা দ্বীপে;
কি আশায় মেতে মানুষ সফল অসীম শূন্য পরে!
খাঁচা ছেড়ে পাখি- চলে যাবে দম ফুরালে
পড়ে রবে সহায় সম্পত্তি সকল চক্ষু মুদিলে;
কে গরিব কে আমির- সবই ধুলোয় লুটাবে
গর্ব অহংকার সাড়ে মিশবে তিন হাত মাটি তে!
করো না দেরি ভাব চিত্তে- স্বয়নে স্বপনে
ছেড়ে দাও এ ধরার মায়া- সময় হয়েছে;
ডাকে ঐ রবি,শশী অবিনশী বিদায়ী ঘন্টা বাজে
আত্মাটা চলে যাবে শূন্যে মহাশূন্যে- দেহ খাঁচা ফেলে!
২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :