May 19, 2024, 2:42 pm

গাজা ক্রসিংয়ে রকেট হামলা ;৩ ইসরায়েলী সৈন্য নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে এক ঝাঁক রকেট হামলা চালানো হয়। এতে তিন সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলী সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
এ হামলায় আহত হয়েছে ১২ জন। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
ফিলিস্তিনী গ্রুপ হামাসের সশস্ত্র শাখা রকেট হামলার দায় স্বীকার করেছে। রোববারের এ হামলার পর ইসরায়েল সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। গাজায় ত্রাণ সরবরাহের জন্যে ক্রসিংটি ব্যবহার করা হচ্ছিল।
সামরিক বাহিনী আরো বলেছে, রাফা ক্রসিং সংলগ্ন এলাকা থেকে ১৪টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র পিটার লার্নার অনলাই ব্রিয়িংয়ে সাংবাদিকদের বলেছেন, বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার জবাব দিয়েছে। যে লাঞ্চারগুলো থেকে প্রজেক্টাইলগুলো নিক্ষেপ করা হচ্ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, আমাদের দৃষ্টিকোণ থেকে এটি খুবই ভয়াবহ বিষয় ও অগ্রহণযোগ্য বিষয়। সৈন্যদের কেন হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :