May 20, 2024, 11:54 pm

গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ৫৪ কেজি গাঁজাসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উদযাপিত হয় হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ৪ জুন ২০২২ ইং তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জিএমপি, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ৪ জুন ২০২২ তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় জিএমপি, গাজীপুর টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সাকিনস্থ কছিম উদ্দিন রোড মৃত খলিলুর রহমান এর বাড়ির ভাড়াটিয়া কামাল এর বসতঘরের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রনি (২৪), পিতা-মোঃ কুদ্দুস আলী, জেলা-চাঁদপুর’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৫৪ কেজি গাঁজা (যার আনুমানিক মূল্য ৬,৪৮,০০০/- টাকা), ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :