May 19, 2024, 4:57 pm

দর্শনার বারাদি সীমান্তে বিএসএফ’র গুলিতে দু’ বাংলাদেশী নিহত

চুয়াডাঙ্গার দর্শনার বারাদি সীমান্তে বিএসএফ’র গুলিতে দু’বাংলাদেশী নিহত হয়েছে।

জানা গেছে, শনিবার (১৭ ডিসেম্বর) দিগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধীনে বারাদী বিওপির সীমান্ত পিলার ৮২/২ এস হতে ভারতের অভ্যন্তরে আনুমানিক ৩০০ গজ কলা বাগান নামক স্থানে প ৩২/বিএসএফ গোবিন্দপুর ক্যাম্পের টহলদলের গুলিতে দু’বাংলাদেশী নিহত হয়।

এরা হলো দর্শনা থানার পারকৃষ্ণপুর মদনা-ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাহারুল (৩০) ও শরীফুল ইসলামের ছেলে মোঃ খাজা মিয়া (২৫)। আজ রবিবার সকালে গোবিন্দপুর ক্যাম্পের বিএসএফ মরদেহ দুটি ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে যায় বলে জানা যায়। এরা চোরাকারবারী করতে রাতে বেলা অবৈধভাবে ভারতে গিয়েছিল।

পারকৃষ্ণপুর মদনা-ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, আমি যতদুর জেনেছি গত রাতে, এরা ভারতে গরু আনতে গিয়েছিল।

কৃষ্ণগঞ্জ থানার ওসি বাপিন মুর্খার্জি জানান, বাংলাদেশী দু’নাগরিকের মরদেহ দুটি নদীয়ার কৃষ্ণনগরের শক্তিনগর মর্গে পাঠানো হয়েছে।

বিজিবির চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ছুটিতে ঢাকায় আছি। তবে জেনেছি ওরা রাতে আঁধারে চোরাকারকারীর জন্য ভারতের অভ্যন্তরে গিয়েছিল। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :