May 17, 2024, 5:37 pm

চুয়াডাঙ্গায় বালক স্কুলে ভর্তির তালিকায় বালিকা

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে ( ভিজে স্কুল) তৃতীয় শ্রেণিতে ভর্তির লটারিতে চান্স পেয়েছে সাবিহা ইসলাম নামে এক বালিকা। এ ছাড়াও এক শিক্ষার্থীর নাম এসেছে একাধিকবার।

এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের এক শিক্ষার্থীর নামও একাধিকবার এসেছে। ফলে অভিভাবকদের মধ্যে লটারি কার্যক্রম নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

জানা গেছে, সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ওইদিন বিকেল বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিশ বোর্ডে। ফলাফলে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এছাড়াও এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ফরম পূরণের সময় ভুল করায় এমন হতে পারে। কোনো কারণে একজনের নাম একাধিকবার আসতে পারে। তবে একজন একবারই ভর্তি হওয়ার সুযোগ পাবে।

ওই বালিকার মা বলেন, আমার মেয়ে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি লটারিতে চান্স পেয়েছে দেখেছি। ফরম পূরণের সময় আমার ভুল হবার কারণেই এমন হয়েছে।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তির তালিকায় এক বালিকার নাম এসেছে। এছাড়া এক শিক্ষার্থীর নাম একাধিকবার এসেছে বলেও জেনেছি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে একজনের নাম একাধিকবার আসলে ভর্তি একবারই হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :