May 21, 2024, 1:02 am

টি-টোয়েন্টি অভিষেক মুনিম-ইয়াসিরের

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক আজ হলো দুই ডান-হাতি ব্যাটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলির।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুনিম ও ইয়াসিরের।
দেশের হয়ে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ইয়াসিরের। তবে মুনিমের জন্য আজ প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ২৮ দশমিক ২১ গড়ে ৫৩৬ রান আছে ২৩ বছর বয়সী মুনিমের। স্ট্রাইক রেট- ১৪৪ দশমিক ০৮। সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলে ৬ ম্যাচে ১৭৮ রান করেন মুনিম। গড়- ২৯ দশমিক ৬৬ ও স্ট্রাইক রেট- ১৫২ দশমিক ১৩। এমন নৈপুন্যে জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়ে অভিষেক ঘটলো মুনিমের।
সর্বশেষ বিপিএলে আশানুরুপ পারফরমেন্স ছিলো ইয়াসিরেরও। ১১ ম্যাচে ২১৯ রান করেছিলেন তিনি। গড়- ৩১ দশমিক ২৮ ও স্ট্রাইক রেট- ১৩৯ দশমিক ৪৯। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৬৫ ম্যাচে ১৩৭৭ রান করেন ২৫ বছর বয়সী ইয়াসির। গড়- ২৭ দশমিক ৫৪ ও স্ট্রাইক রেট- ১২৫ দশমিক ৮৬।
দেশের ৭৪ ও ৭৫তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হলো মুনিম ও ইয়াসিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :