May 17, 2024, 10:10 am

ডেঙ্গুতে মৃত্যু ও রোগী দুটোই বেড়েছে

অনলাইন ডেস্ক।

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৮ জন ঢাকা সিটির, বাকি তিনজন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। শনিবার ৯ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৭ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৯৬০।

নতুন ১১ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৫৪৮ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ২৫৩ জন।

আক্রান্তদের মধ্যে ৯২০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৪০৭ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৯৯ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন চার হাজার ৩৫৪ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ৫ হাজার ৬৬৪ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :