April 25, 2024, 4:33 pm

দক্ষিণ কোরিয়ায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কমিটি গঠন

সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল, দক্ষিণ কোরিয়ার বম্বে গ্রীল ইন্ডিয়া রেস্তোরাঁয় , আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আবু নঈম রাহাত, ও জাহান মুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ,মোঃ হাবিল উদ্দিন, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ আরশাদ আলম ভিকি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুলু জামালি, গিরিজ পাসাদা ভট্টাচার্য, শেখ মোঃ ওমর আলী, অশোক দাশ, রতনদে, বাপ্পি চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ জনি সরকার, শেখ কাওসার আহমেদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়া শাখার সকল নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সাবেক ছাত্র নেতা মোঃ রফিকুল ইসলাম ভুট্টোকে সভাপতি ও তফাজ্জল হোসেন রনোকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময়, উক্ত অনুষ্ঠানে মোঃ রফিকুল ইসলাম ভুট্টো সভাপতির বক্তব্যে বলেন, হাটি হাটি পা পা করে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে।

তাঁর দক্ষ নেতৃত্বের ফলে, বাংলাদেশে তার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত, ব্যয় বহুল প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক,তফাজ্জল হোসেন রনো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, সুদক্ষ নেতৃত্ব ও অসীম সাহসিকতায় বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ার সত্ত্বেও, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
বাংলাদেশ সরকারের আবাসন প্রকল্পের আওতায়, নিম্নবিত্ত খেটে খাওয়া, অসহায় মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। আগের তুলনায় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বহুগুণ বেড়ে গেছে ।আর তাই দারিদ্রতা ও নিরক্ষরতার হার অনেক কমে গেছে। বাংলাদেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :