May 19, 2024, 8:09 pm

নাটোরে তিনটি উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্রের উপকরণ হস্তান্তর শুরু

আগামীকাল অনুষ্ঠিতব্য জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩০২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহন উপকরণ সামগ্রী হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা এগারোটায় নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১১৫টি কেন্দ্রের সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুরুপভাবে সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১৩৩টি কেন্দ্র এবং নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪টি কেন্দ্রের জন্যে নির্ধারিত সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম চলছে।
জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩০২টি ভোটকেন্দ্রে ৩০২ জন প্রিজাইডিং অফিসার স্ব স্ব কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহযোগে ভোটগ্রহণ উপকরণ গ্রহণ করছেন।
জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানান, আজ উপজেলা থেকে ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের সকল উপকরণ হস্তান্তর করা হচ্ছে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সহযোগে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দ গ্রহণকৃত এসব উপকরণাদি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। আগামীকাল ভোরে উপজেলা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সকল কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছনো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :