May 21, 2024, 1:02 am

নাটোরে বড়াইগ্রামে আগুনে নিঃস্ব ছয় পরিবার

অনলাইন ডেস্ক।
নাটোরের বড়াইগ্রামে আগুনে নিঃস্ব হয়ে গেছে ছয়টি পরিবার।নগদ অর্থও গহনাসহ পুড়ে গেছে ১০টি ঘর।

শুক্রবার বিকালে উপজেলার জোনাইল কলেজ পাড়ায় এ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এলাকাবাসীর সুত্রে দিয়ে জোনাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বিকালে গ্রামের হাশেম আলী প্রামাণিকের ছেলে সোহাগ প্রামাণিকের বাড়িতে আগুন লাগে। পরে ভাই ফারুক হোসেন, প্রতিবেশী কেয়ামত আলীর ছেলে হাসেন আলী, হাসমত আলী ও জিয়াউর রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে।

জিয়াউর রহমানের মেয়ের বিয়ে দেয়ার জন্য জমানো নগদ টাকা, অন্যান্যদের দুটি ফ্রিজ, দুটি টিভি, সোনা ও রুপার গয়নাসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।
পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আযাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন।
বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আকরামুল হাসান বলেন, ঘরে পাটকাঠি ও খড়ি থাকায় আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহাকারী পরিচালক এ একে এম মুরশেদ বলেন,শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :