May 21, 2024, 2:54 am

নাসুম-লিটনে বিধ্বস্ত আফগানিস্তান

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক : প্রথমে ব্যাট হাতে লিটন দাসের হাফ-সেঞ্চুরি ও পরে বল হাতে স্পিনার নাসুম আহমেদের স্পিন বিষে দুই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হলো সফরকারী আফগানিস্তান। ৬১ রানের জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ। সেই সাথে টি-টোয়েন্টিতে টানা আট ম্যাচ হারের পর জয়ের দেখা পেল মাহমুদুল্লাহর দল।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করে স্বাগতিক বাংলাদেশ। লিটন ৪৪ বলে ৬০ রান করেন। জবাবে নাসুমের স্পিন ভেল্কি সামলাতে না পেরে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নাসুম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মোহাম্মদ নাইমের সাথে ইনিংস শুরু করেন অভিষেক হওয়া মুনিম শাহরিয়ার। ইনিংসের শুরুতেই স্ট্রাইকে ছিলেন তিনি। আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি দ্বিতীয় বলেই কভার দিয়ে বাউন্ডারি আদায় করে নেন মুনিম।
তবে ইনিংসের তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন ফারুকি। রিভিউ নিয়ে ৫ বলে ২ রান করা নাইমকে বিদায় দেন ফারুকি। এরপর স্পিনার মুজিব উর রহমানের পরের ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি মারেন মুনিম। অভিষেক ম্যাচে ভাল কিছু করার ইঙ্গিত দিয়েও ইনিংসের পঞ্চম ও রশিদ খানের প্রথম ওভারে থামতে হয় মুনিমকে। লেগ বিফোর আউট হন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে না পারা মুনিম ১৮ বলে ৩টি চারে ১৭ রান করেন ।
ইনিংসে পাওয়ার প্লের শেষ ওভারে লিটনের দুই বাউন্ডারির সুবাদে ৬ ওভার শেষে ৩৭ রান পায় বাংলাদেশ।
চার নম্বরে সাকিব ব্যাট হাতে রান খড়া কাটাতে পারছেন না। তিন ম্যাচের ওয়ানডেতে ৬০ রান করা সাকিব এ ম্যাচে ৫ রানে আটকে যান। স্পিনার কায়েস আহমেদের বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মুজিবকে ক্যাচ দেন সাকিব।
সাকিবের আউটের পর ক্রিজে লিটনের সঙ্গী হন অধিনায়ক মাহমুদুল্লাহ। ৯ ওভার শেষে বাংলাদেশের রান রেট ছিলো ৬। দশম ওভারে ১টি করে ছক্কা মারেন লিটন ও মাহমুদুল্লাহ। পরের ওভারে আরও একটি ছক্কা আসে লিটনের ব্যাট থেকে। আর ঐ ওভারেই পেসার আজমতুল্লাহ ওমরজাইর বলে লেগ বিফোর আউট হন ৭ বলে ১০ রান করা টাইগার দলনেতা। লিটনের সাথে ১৯ বলে ৩৩ রান যোগ করেন তিনি।
সতীর্থদের যাওয়া আসার মাঝে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম লিটন। ১৪তম ওভারে ৩৪ বলে হাফ-সেঞ্চুরিতে পা রাখেন একই প্রতিপক্ষের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন। ঐ ওভারেই বাংলাদেশের রান ১শ স্পর্শ করে।
হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংসটি খুব বেশি বড় করতে পারেননি লিটন। ফারুকির স্লোয়ার ডেলিভারি শর্ট ফাইন লেগ দিয়ে মারতে গিয়ে ত্রিশ গজের ভেতর ওমরজাইকে ক্যাচ দিয়ে আউট হন লিটন। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ বলে ৬০ রান করেন লিটন। আফিফের সাথে পঞ্চম উইকেটে ৩৮ বলে ৪৬ রান যোগ করেন লিটন।
১৭তম ওভারের শেষ বলে লিটন ফেরার পরই থামেন আফিফও। ২৪ বলে ২টি চারে ২৫ রান করেন আফিফ।
লিটন-আফিফ যখন ফিরেন, তখন ইনিংসের ১৬ বল বাকী ছিলো। বাংলাদেশের রান ছিলো ৫ উইকেটে ১২৭। শেষ ১৬ বলে ২ উইকেট হারিয়ে ২৮ রান পায় বাংলাদেশ। এরমধ্যে ইয়াসির ও শরিফুলের ১টি করে চার ছিলো। আরও ১টি চার আসে লেগ-বাই থেকে। ইনিংসের শেষ বলে শরিফুলের বাউন্ডারিতে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
শেষ ওভারে আউট হওয়া ইয়াসির ৮ ও মাহেদি হাসান ৫ রান করেন। নাসুম ৩ ও শরিফুল ৪ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের ফারুকি ২৭ রানে ও ওমরজাই ৩১ রানে ২টি করে উইকেট নেন।
আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। আর এ ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলির।
জয়ের জন্য ১৫৬ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের স্পিনার নাসুমের তোপের মুখে পড়ে আফগান টপ-অর্ডার। নিজের প্রথম দুই ওভারে ৩ উইকেট তুলে নেন নাসুম। প্রথম ওভারে রহমানউল্লাহ গুরবাজকে শুন্য রানে, পরের ওভারে হজরতউল্লাহ জাজাইকে ৬ রানে ও রাসুলিকে ২ রানে ফিরিয়ে দেন নাসুম। এমন অবস্থায় ইনিংসের প্রথম ১৫ বলে ৮ রানে ৩ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে আফগানিস্তান।
ইনিংসের পঞ্চম ও নিজের তৃতীয় ওভারে আবারও উইকেট শিকারে মাতেন নাসুম। এবার ৬ রান করা করিম জানাতকে আউট করে চতুর্থ উইকেট নেন তিনি।
২০ রানে ৪ উইকেট পতনের পর দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নবি ও নাজিবুল্লাহ জাদরান। তাদের গড়া ৩৮ বলে ৩৭ রানের জুটি ভেঙ্গে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন সাকিব। আউট হন ১৬ রান করা নবিকে বিদায় করেন তিনি।
দলীয় ৫৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে নবির বিদায়ের পর আফগানিস্তানের পরের দিকের ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি শরিফুল-সাকিব ও মুস্তাফিজ। ফলে ১৭ দশমিক ৪ ওভারে ৯৪ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে এটিই দ্বিতীয় সর্বনি¤œ রান আফগানদের।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন জাদরান। ওমারজাইর ২০ রান আফগানদের হারের ব্যবধান কমিয়েছে। ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম। এটিই তার ক্যারিয়ারের যৌথ সেরা সেরা বোলিং। ২০২১ সালে এই ভেন্যুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন নাসুম।
এছাড়াও শরিফুল ৩টি, সাকিব ২টি ও মুস্তাফিজ ১টি উইকেট নেন।
আগামী ৫ মার্চ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
বাংলাদেশ ইনিংস :
মুনিম শাহরিয়ার এলবিডব্লু ব রশিদ ১৭
মোহাম্মদ নাইম এলবিডব্লু ব ফারুকি ২
লিটন দাস ক ওমারজাই ব ফারুকি ৬০
সাকিব আল হাসান ক মুজিব ব কায়েস ৫
মাহমুদুল্লাহ রিয়াদ এলবিডব্লু ব ওমরজাই ১০
আফিফ হোসেন ক নবি ব ওমরজাই ২৫
ইয়াসির আলি রান আউট ৮
মাহেদি হাসান রান আউট ৫
নাসুম আহমেদ অপরাজিত ৩
শরিফুল ইসলাম অপরাজিত ৪
অতিরিক্ত (বা-৫, লে বা-৮, নো-১, ও-২) ১৬
মোট (৮ উইকেট, ২০ ওভার) ১৫৫
উইকেট পতন : ১/১০ (নাইম), ২/২৫ (মুনিম), ৩/৪৭ (সাকিব), ৪/৮০ (মাহমুদুল্লাহ), ৫/১২৬ (লিটন), ৬/১২৭ (আফিফ), ৭/১৪৭ (ইয়াসির), ৮/১৫১ (মাহেদি)।
আফগানিস্তান বোলিং :
ফজলহক ফারুকি : ৪-০-২৭-২ (ও-১, নো-১),
মুজিব উর রহমান : ৩-০-২৪-০ (ও-১),
রশিদ খান : ৪-০-১৫-১,
মোহাম্মদ নবি : ২-০-১৯-০,
কায়েস আহমাদ : ২-০-২১-১,
আজমতুল্লাহ ওমরজাই : ৪-০-৩১-২,
করিম জানাত : ১-০-৫-০।
আফগানিস্তান ইনিংস :
হজরতুল্লাহ জাজাই ক নাইম ব নাসুম ৬
রহমানুল্লাহ গুরবাজ ক ইয়াসির ব নাসুম ০
দারউইশ রাসুলি বোল্ড ব নাসুম ২
নাজিবুল্লাহ জাদরান ক মুনিম ব সাকিব ২৭
করিম জানাত ক মাহেদি ব নাসুম ৬
মোহাম্মদ নবি ক আফিফ ব সাকিব ১৬
আজমতুল্লাহ ওমারজাই ক মাহমুদুল্লাহ ব মুস্তাফিজুর ২০
রশিদ খান ক ইয়াসির ব শরিফুল ১
কায়েস আহমাদ ক এন্ড ব শরিফুল ৮
মুজিব উর রহমান ক আফিফ ব শরিফুল ৪
ফারুকি অপরাজিত ০
অতিরিক্ত (লে বা-১, ও-৩) ৪
মোট (অলআউট, ১৭.৪ ওভার) ৯৪
উইকেট পতন : ১/১ (গুরবাজ), ২/৮ (জাজাই), ৩/৮ (রাসুলি), ৪/২০ (জানাত), ৫/৫৭ (নবি), ৬/৬২ (জাদরান), ৭/৬৬ (রশিদ), ৮/৮৫ (ওমারজাই), ৯/৯০ (কায়েস), ১০/৯৪ (মুজিব)।
বাংলাদেশ বোলিং :
নাসুম : ৪-০-১০-৪,
মাহেদি : ৩-০-১৭-০,
মুস্তাফিজুর : ৩-০-১৯-১ (ও-১),
শরিফুল : ৩.৪-০-২৯-৩ (ও-১),
সাকিব : ৪-০-১৮-২ (ও-১)।
ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।
ম্যাচ সেরা : নাসুম আহমেদ (বাংলাদেশ)।
সিরিজ : দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :