May 17, 2024, 11:40 am

ফাগুন এলো

_____✍️নূরুল আলম বাকু

ফাগুন এলো নতুন সাজে
ধুসর ধরার বক্ষ জুড়ে
ঝরছে খুশি অঝোর ধারায়
বৃষ্টি হয়ে আকাশ ফুঁড়ে।।

গাছে গাছে আসলো নতুন
ফুল কুঁড়িদের সুখবারতা
কীট-পতঙ্গ পাখ-পাখালির
বাড়লো আবার চঞ্চলতা।।

পথের ধারে ঝোপে ঝাড়ে
হাজার ফুলের রঙিন হাসি
হাওয়ায় ভাসে মিষ্টি সুবাস
চারিদিকে রাশি রাশি।

মৌমাছিরা ক্ষিপ্র পাখায়
উড়ছে ফুলে ছন্দ তুলে
ফাগুন হাওয়ায় মুগ্ধ মনে
ফুলেল শাখা উঠছে দুলে।

ঝিরিঝিরি দখিন হাওয়ায়
রঙ ছড়িয়ে মনের কোণে
বাসন্তীরঙ শাড়ীর ভাঁজে
লাজুক বধু স্বপ্ন বোনে।।

মনকাননের ফুলেল শাখা
দুলছে আজি খুশির দোলে
প্রজাপতি রঙিন পাখায়
উড়ছে সতত ফুলে ফুলে।।

কূহু কূহু ডাকছে কোকিল
কানন জুড়ে গাছের ডালে
প্রেমিক মনে উঠছে নাচন
মধুর তানের ছন্দ তালে।

নুপুর পায়ে কলস কাঁখে
গাঁয়ের বধু জলকে চলে
লজ্জা রাঙা মুখ লুকিয়ে
স্বপ্ন আঁকে ঘোমটা তলে।

জোৎস্না রাতের চন্দ্রপ্রভায়
বিশ্ব ভূবন উঠলো হেসে
ঝিকিমিকি তারার মেলায়
আঁধার গেলো নিরূদ্দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :