April 27, 2024, 8:48 am

ফুরফুরা শরীফের তিন দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব শেষ হলো

ঝিনাইদহ প্রতিনিধিঃ
আল্লাহ পাকের দরবারে গোনাহ মাফের ফরিয়াদ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য শান্তিময় বিশ্ব কামনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ফুরফুরা শরীফের ঐতিহাসিক বার্ষিক ইসালে সওয়াব শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে ফুরফুরা দরবার শরীফে লাখ লাখ মানুষের উপস্থিতে অনুষ্ঠিত হয় বিশেষ মুনাজাত। গত রোববার বিকালে ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবার শরীফে খাস মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই ইসালে সওয়াবের কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী ইসালে সওয়াবে মিলাদ, জিকির ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অতিবাহিত করেন উপমহাদেশের প্রখ্যাত পীর মুজাদ্দেদে যামান হযরত আবু বকর সিদ্দিকী (রহঃ) এঁর লাখো মুরীদ, ভক্ত, অনুরাগী। ন’হুজুর পীর কেবলার জৈষ্ঠ্য পুত্র পীর এ কামেল আল্লামা হযরত বাকী বিল্লাহ (রহ:) এঁর একমাত্র সাহেবজাদা এবং জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক মওলানা মোহাঃ আল্লামা জাবিহ্হুল্লাহ সিদ্দিকী (মাদ্দঃ) জানান, দাদা হুজুর কেবলার এই ইসালে সওয়াব একটি কবুলিয়াত মাকাম। বছরের পর বছর ধরে এপার বাংলা ওপার বাংলায় ইসলামের আলো প্রজ্জলন করে যাচ্ছে দাদা হুজুর কেবলার এই সিলসিলা। যারা দাদা হুজুর কেবলার মত পথ মোতাবেক এই সিলসিলাকে আঁকড়ে ধরে থাকবেন, তারা কামিয়াব হবেন ইনশাল্লাহ। তিনি বলেন, এই ইসালে সওয়াবের মাহফিল কাল কেয়ামত পর্যন্ত কায়েম থাকবে এবং সমাজ থেকে শিরক, কুফরী ও বিদায়াত উচ্ছেদে মুখ্য ভুমিকা পালন করে যাবে। উল্লেখ্য ১৮৯০ সালে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে যামান মাওলানা শাহ্ সুফী আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহি আলায়হি ফাল্গুন মাসের ২১, ২২ ও ২৩ তারিখ নির্ধারণ করে ফুরফুরা শরীফে ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল কায়েম করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :