April 27, 2024, 4:22 am

বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে চায় মালয়েশিয়া: হাই কমিশনার

অনলাইন ডেস্ক।
বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে মালয়েশিয়ার আগ্রহের কথা প্রকাশ করেছেন দেশটির হাই কমিশনার হাজনাহ মো. হাশিম।
রোববার (৭ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
সারাদেশে নির্মিতব্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য বাংলাদেশের এলএনজি দরকার বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) শিগগিরই বাস্তবায়ন সম্ভব হবে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি বলেন, মালয়েশিয়া এ বিষয়ে সব সময় বাংলাদেশের পক্ষে রয়েছে।
শেখ হাসিনা মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে রোহিঙ্গারা স্বেচ্ছায় ভাসান চরের উদ্দেশে কক্সবাজার ছাড়তে শুরু করেছে।
শিক্ষা ও জাহাজ শিল্প খাতে যৌথভাবে বাংলাদেশের সাথে কাজ করার জন্য নিজ দেশের আগ্রহের কথা জানিয়েছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে স্থায়ীভাবে আশ্রয় দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মালয়েশিয়ার রাষ্ট্রদূত তার দেশের প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :