May 4, 2024, 12:06 pm

বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত

অনলাইন ডেস্ক।

সিলেট-তামাবিল সড়কে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূরউদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে (অটোচালক) মো. কামাল আহমদ (২৫) ও উপজেলার দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলং অভিমুখী একটি বাস ও বিপরীতমুখী ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোরিকশায় চালক ছাড়াও সাতজন যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা শুরু করে।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :