May 20, 2024, 4:28 am

বিজিবির হাতে জাল টাকা সহ ২ ভুয়া সাংবাদিক আটক

ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শরিষাঘাটা গ্রামের বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে মঙ্গলবার বেলা ১২ টার দিকে
জাল টাকাসহ দুই ভুয়া সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরা হলো-ঝিনাইদহ সদর থানার টিকারী (নতুনপাড়া) গ্রামের মৃত আবু বক্কর খানের ছেলে মোঃ সাঈদ খান (২৯) ও মাগুরা জেলার সদর থানার কালুপাড়া গ্রামের মৃত ইকরাম মোল্লার ছেলে মেহেদী হাসান (২১)।
বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শাহীন আজাদ জানান, আকটকতৃ ব্যক্তিদ্বয় প্রাথমিক পর্যায়ে নিজেদেরকে বাংলাদেশ প্রতিদিন সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেন। অতঃপর বিজিবি কর্তৃক তাদের আচারণে সন্দেহ হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হলে তারা ভূয়া পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিজিবি টহল দলকে প্রাথমিক পর্যায়ে ভূয়া সাংবাদিক পরিচয় প্রদান করেছেন বলে স্বীকার করেন। অধিনায়ক আরো জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায় সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২২৫০০ জাল টাকা জব্দ করা হয়। আটককৃত আসামীদের জাল টাকা, ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইলফোনসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :