April 27, 2024, 3:51 pm

‘বিদেশে টাকা পাচার করে এখন ইফতার না করার কথা বলছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণকে ইফতার মাহফিল না করার কথা বলছে। কৃচ্ছসাধনের নামে সরকার ইফতার মাহফিলের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

বুধবার (২৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নগরীর পাঁচলাইশে একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লন্ডন থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এবং ভারত থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদীন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান বক্তা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের আন্দোলন চলছে, নতুনভাবে আর আন্দোলন শুরুর দরকার নেই। দেশের ৯৫ শতাংশ মানুষ আমাদের আন্দোলনে আছে। গণতন্ত্রকামী সবাই এ আন্দোলনে আছে। হালুয়া রুটির জন্য, এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমরা আন্দোলন করছি না। ৭ তারিখের আগে বিএনপির আন্দোলন যত শক্তিশালী ছিল, ৭ তারিখের পর আরও বেশি বেগবান হয়েছে। আমাদের সবার মনোবল অটুট আছে।’

তিনি বলেন, ‘বিএনপির ডাক ছিল নির্বাচন বয়কটের, ভোট বর্জনের। সে ডাকে সাড়া দিয়ে ৯৫ শতাংশ মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগ নিজেরাই পরাজিত হয়েছে। এরপর তারা আবার ক্ষমতা দখল করেছে।’

সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সরকারের পক্ষ থেকে বিএনপিকে কোনো প্রস্তাব দেয়ার কথা জানা নেই বলে উল্লেখ করেন আমীর খসরু।

উত্তর জেলার আহবায়ক গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হুম্মম কাদের চৌধুরী, সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণের আহবায়ক আবু সুফিয়ান, মহানগরের সদস্য সচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :