May 17, 2024, 3:37 pm

ভালোবাসার জন্ম

শম্পা ঘোষয়
পশ্চিমবঙ্গ ভারত।
নদীর উপর বিপজ্জনক ভাবে ঝুলে আছে যে সাঁকোটি,
আমি তার ওপর পার করেছি বিপদ সংকেত.
সংকুচিত ইচ্ছায় শূন্যতার পরিসীমা মাপার ছিল ;
ঝুল বারান্দার গায়ে যেভাবে ওঠে জলজ উদ্ভিদ –
নব্যতার ভাষণে যেন মুখরিত অনেকটা সেরকমই.
সান্দ্র পথ অভিযানে মত্ত আমি ভালোবাসার নৈরাশ্য টানে,
চতুর খেলোয়াড় আমি নই তবু ভাবনায় আঁচড়ে দেবার মত দাগ কেটে যায়
কেউ কেউ .
অতি বুবুক্ষ দিনে জল তরঙ্গ কাটিয়ে তারাগুলো ছিড়ে সাজিয়ে দেবো আলপনা.
ভালোবাসার সর্বশেষ ভ্রুণজন্ম নেওয়া পর্যন্ত
এ পৃথিবীর বুকে –
জেগে থাকবো আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :