May 19, 2024, 5:57 am

মশুরীখোলা দরবারের পীর শাহ্ আব্দুল লতিফ (র.)’র ৫২ তম ইসালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

ঢাকা নারিন্দা মশুরীখোলা দরবার শরীফের দ্বিতীয় গদ্দীনসীন পীর হজরত শাহ্সূফি আব্দুল লতিফ (র.)’র ৫২ তম বার্ষিক ইসালে ছাওয়াব মাহফিল ও দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার ১৫৪ তম বার্ষিক সালানা জলসা এবং আহসানুল্লাহ (র.) কমপ্লেক্সের ৪৩ তম বার্ষিক মাহফিল গত ৯ই মার্চ, শনিবার ২০২৪ ইং ৪৭, শাহ সাহেব লেন, নারিন্দা, ঢাকা, মশুরীখোলা দরবার শরীফ প্রাঙ্গণে বর্তমান গদ্দীনসীন পীর হজরতুল আলহাজ্ব মাও. আহসানুজ্জামান (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হজরত আবদুল লতিফ (র.) ছিলেন একজন হক্কানি আলেম ও পীরানে তরিক্বত। এ মহান আল্লাহর অলি, ইসলামের খেদমতে নিজের জীবন কে কুরবান করে দিয়েছেন; মানুষের কলুষিত আত্মাকে পরিশুদ্ধ করে হেদায়াতের পথে পরিচালিত করেছেন। দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসা হজরত ক্বেবলা আহসানুল্লাহ (র.) নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন; এটি ঢাকা শহরের সবচেয়ে পুরাতন মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে বহু জ্ঞানী-গুণীর জন্ম হয়েছে। বক্তব্যে তিনি আরো বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রে রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য কমিয়ে দেয়; আর বাংলাদেশের অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট দ্রব্যমূল্য আরো বাড়িয়ে দেয়। এ বিষয়টি সরকারীভাবে সমাধান করার জন্য এ মাহফিল থেকে সরকারের কাছে বিনীত আহবান জানাচ্ছি।মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক- ড. সৈয়দ শাহ এমরান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী)- মাও. আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী। অনুষ্ঠানে দরবার শরীফের ভক্ত-মুরিদান সহ মাদ্রাসার গভনিং বডির সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তারা বলেন, এ দরবার বাংলাদেশের জন্য একটি রূপ মডেল স্বরূপ, কারণ এ দরবার সম্পূর্ণ শরিয়তের উপর প্রতিষ্ঠিত ও পরিচালিত। এ দরবারের আধ্যাত্মিক কর্মকান্ড সারা বিশ্ব বিস্তৃত। এ দরবারের খেদমতের মাধ্যমে লাখ লাখ মানুষ সত্য পথের সন্ধান পেয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :