May 18, 2024, 4:07 pm

যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা।

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটেই প্রথমেই শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন। পরে পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বেসরকারি সংগঠন বহুমুখী মানব কল্যাণ সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান সকালে প্রভাত ফেরি শেষে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। বহুমুখী মানব কল্যাণ সংস্থার পক্ষে অধ্যাপক সিদ্দিকুর রহমান, বিপুল আশরাফ, রফিক রহমান, আব্দুস সালাম, নাঈম সরোয়ার অংশ নেয়। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :