May 17, 2024, 1:21 pm

যশোর-১ আসন, নানা হিসেব কষছেন ভোটাররা নৌকা নিয়ে শঙ্কায় ট্রাক

যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা বর্তমানে তুঙ্গে। নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি থাকতে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট, বাজারসহ জনাকীর্ণ সব জায়গায় নির্বাচনী আলোচনা। কোন প্রার্থী কেমন, কে জনবান্ধব, সাধারণ মানুষ কার কাছে সহজে যেতে পারবেন, কে কী উপকার করবেন, কাকে দিয়ে এলাকায় উন্নয়ন হবে ইত্যাকার হিসেব কষছেন ভোটাররা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্তমান এমপি শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।
শার্শার বিভিন্ন ইউনিয়নের ভোটাররা জানিয়েছেন, এই আসনে মূলত লড়াই হবে নৌকার শেখ আফিল উদ্দিনের সাথে ট্রাকের আশরাফুল আলম লিটনের। দু’জনই আওয়ামী লীগ নেতা। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এখনো পর্যন্ত দু’প্রার্থীর সাথে নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। যদিও ইতিমধ্যে বেনাপোলে দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামনে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
ভোটাররা বলছেন, শেখ আফিল উদ্দিন তিনবারের এমপি। তিনি গোটা উপজেলায় কমবেশি উন্নয়ন করেছেন। এ কারণে উপজেলাজুড়ে তার কমবেশি জনসমর্থন রয়েছে। অপরদিকে, আশরাফুল আলম লিটন বেনাপোল পৌরসভার মেয়র ছিলেন। তার উন্নয়ন কর্মকান্ড পৌরসভার মধ্যে সীমাবদ্ধ ছিল। এসব কারণে লিটনের সমর্থন পৌরসভায় বেশি। ফলে, জনসমর্থনে আফিল উদ্দিন এগিয়ে রয়েছেন বলে অনেক ভোটার মনে করছেন। শেষ পর্যন্ত তার নৌকা প্রতীক বিজয়ী হতে পারে বলে ধারণা এসব ভোটারের।
নির্বাচন নিয়ে কথা হয় উপজেলার বিভিন্ন গ্রামের একাধিক ব্যক্তির সাথে। তারা একেকজন একেকভাবে বলেন।
মফিজুর রহমান বিশু নামে একব্যক্তি বলেন, ‘বর্তমানে নৌকা প্রতীকের শেখ আফিল উদ্দিনের চেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের জনসমর্থন বেশি বলে মনে হচ্ছে। তবে শেখ আফিল উদ্দিন শেষের দিকে চমক দেখাতে পারেন।’
ঝন্টু মিয়া নামে একব্যক্তি বলেন, ‘শেখ আফিল উদ্দিন যে কোনো মুহূর্তে রাজনৈতিক পরিবেশ পরিবর্তন করতে পারেন। কারণ তিনি ধনাঢ্য ও শিল্পপতি। অনেক অর্থ সম্পদের মালিক।’
নাভারণ বাজারের কাপড় ব্যবসায়ী মিলন হোসেন জানান, নিরপেক্ষ ভোট যদি হয় তাহলে আশরাফুল আলম লিটনের চেয়ে শেখ আফিল উদ্দিন ভোট বেশি পাবেন।
উত্তর বুরুজবাগানের জাকির হোসেন বলেন, ‘নৌকার প্রতীক দেখলে লিটনের অনেক ভোটার নৌকায় ভোট দিবে। কারণ আওয়ামী লীগের অনেক লোক নৌকা প্রতীককেই ভালোবাসে।’
যাদবপুর গ্রামের গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘আমরা আওয়ামী লীগের সমর্থক। তাই আমরা নৌকা মার্কায় ভোট দিবো। আমাদের বিশ্বাস উপজেলায় নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :