May 17, 2024, 3:06 pm

যুক্তরাষ্ট্র এখনো রাফা অভিযানের বিরোধী: নেতানয়িাহুকে ব্লিংকেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন গাজার দক্ষিণাঞ্চলীয় জনাকীর্ণ রাফা শহরে ইসরাইলের অভিযানের বিষয়ে আমেরিকার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও এ অভিযানের বিরোধী।
ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে আলোচনাকালে বুধবার ব্লিংকেন যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কথা জানান।
যদিও নেতানিয়াহু রাফা অভিযান চালানোর বিষয়ে অনড়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার বলেছেন, ব্লিংকেন রাফা অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ব্লিংকেন দুদিন আগেও রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থানের কথা জানিয়েছিল।
গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর ব্লিংকেন সপ্তমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। তিনি জেরুজালেম অফিসে নেতানিয়াহুর সাথে আড়াইঘন্টা কথা বলেন। প্রথমে একাকী পরে সঙ্গীসহ তিনি নেতানিয়াহুর সাথে বৈঠক করেন।
এদিকে নেতানিয়াহু মঙ্গলবার রাফায় হামলা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছালেও রাফায় তিনি অভিযান চালাবেন।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৫৬৮ফিলিস্তিনী নিহত হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :