May 4, 2024, 1:28 pm

রাখবো মনে

ড.মোঃ আমিনুল ইসলাম।।

সারাটি জীবন রাখবো মনে
পাবেনা কখনো হৃদয়ে ঠাঁই,
ভুলবোনা কোনক্ষণে-
যেখানে যেভাবে যখন পাই।

কড়ায়-গন্ডায় বুঝে নিবো
স্মরণে অতীত স্মৃতি;
ভালো মন্দের বদলা পাবে
মেনে বাঙালী রীতি।

কূপকে ভাবো বিশাল সাগর
মশারী যেন মস্ত আকাশ;
মনেতে রেখে উইপোকা
মিছেই বাড়াও হা- হুতাশ।

কাপুরুষের মত করো ক্ষতি
পিছন থেকে ছুরি?
ইতর, বদমাশ, নর্দমার কীট
হতে চায়না তোমাদের জুড়ি।

ভাব দেখাও দেবতা
রেখে মনে শয়তানী,
এসব কতো আর!
ছেড়ে দাও মাস্তানী।

চোরাবালিতে দাঁড়িয়ে
করছো মিথ্যে অহংকার,
কাঁপেনা বুক, থরেনা হাত-
দেখাও অলীক ঝংকার!

ধর্মের কল বাতাসে নড়ে
জানাই প্রভূ সমীপে মিনতি,
তোমাদের পরিণাম দেখার জন্য
দেয় যেন মোরে চোখের জ্যোতি।

মুখে মধু অন্তরে বিষ,
করে গেলে কামাই,
কাদম্বিনী মরে করেছে প্রমাণ,
সে আসলে মরে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :