May 2, 2024, 4:20 pm

রাজধানীর ফ্ল্যাট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক।
রাজধানীর সাংবাদিক কলোনির একটি ফ্ল্যাট থেকে এক সিনিয়র সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে পল্লবীর সাংবাদিক প্লটের সাত নম্বর সড়কের একটি ভবনের ফ্ল্যাট বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ওই সাংবাদিকের নাম বিপ্লব জামান (৫৮)। তিনি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন।
আরও পড়ুন : গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব: চলছে শেষ দিনের বয়ান

ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা জানান, ওই ফ্ল্যাটে তিনি ভাড়ায় একাই থাকতেন। বাড়ির মালিকও একজন সাংবাদিক। বিপ্লব গত সাতদিন ধরে অফিসে যাননি। তার বাসা ভেতর থেকে লক করা ছিল। পরে ওই বাসায় বেলকনিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সন্ধ্যায় বাড়ির মালিক, এলাকাবাসী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার মরদেহ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহে কাজ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে না হলেও সুরতাহাল করা হবে। একই সঙ্গে লাশের পোস্টমর্টেমও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :