May 20, 2024, 2:28 am

রোজার আগে চিনি-তেলসহ ৬ পণ্য আমদানির শূন্য এলসি মার্জিন চায় ব্যবসাযীরা

আগামী রমজান উপলক্ষে চিনি, তেলসহ ৬ নিত্যপণ্য আমদানিতে শূন্য মার্জিন রেখে ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীরা। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীরা এই অনুরোধ জানান।
৬ নিত্যপ্রয়োজনীয় পণ্য হলো-পেঁয়াজ, তেল, চিনি, খেজুর, মসুর ডাল ও ছোলা। বাণিজ্য মন্ত্রণালয় রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে সভা করে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, এই ছয় নিত্যপণ্য আমদানিতে শর্ত শিথিল এবং প্রয়োজনীয় ডলারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে কেন্দ্রিয় ব্যাংককে চিঠি দেওয়া হবে।
আরবী মাসের পঞ্জিকা অনুযায়ী আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :