April 30, 2024, 9:37 pm

শার্শার বাগআঁচড়ায় সুষ্ঠু, শান্তিপূর্ন ও কড়া নিরাপত্তায় এসএসসি পরীক্ষা শুরু

আরিফুজ্জামান আরিফ।। সারাদেশের ন্যায় শার্শার বাগআঁচড়ায় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২২ সুষ্ঠু, শান্তিপূর্ন পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ।

শার্শা উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম দুটি পরীক্ষা কেন্দ্রই পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বেলাল ১১ টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।প্রশাসনের নজর ছিলো কড়া নিরাপত্তার চাদরে ঢাকা।

জানা যায়,বাগআঁচড়ায় এ দুটি কেন্দ্রে এবার বাগআঁচড়া সহ পার্শ্ববর্তী এলাকার ১০টি স্কুলের ৭শ ৯০জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও প্রথমদিন বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ৮জন।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচীব ও বিদ্যাললয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ জানান, এ কেন্দ্রে ৫টি বিদ্যাললয়ের ৪শ ১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে ছেলে ১শ ১০জন ও মেয়ে ২শ ৯১জন।অনুপস্থিতির সংখ্যা ছিলো ৪ জন মেয়ে।

অপরদিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রধান শিক্ষিকা ও কেন্দ্র সচীব শাহানারা খাতুন জানান, কেন্দ্রে পাঁচটি বিদ্যালয়ের ৩শ ৮৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।এর মধ্যে ছেলে ২শ ৬৬জন ও মেয়ে ১শ ২৩জন। ৩জন মেয়ে ও ১জন ছেলেসহ অনুপস্থিতি ছিলো ৪ জন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :