May 18, 2024, 9:31 pm

শিমের ভালো দাম পেয়ে জয়পুরহাটের কৃষকরা খুশি

বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি শিম চাষে সফলতা অর্জন ও ভালো দাম পেয়ে খুশি জয়পুরহাটের কৃষকরা। শিম চাষে তেমন খরচ না থাকায় অধিক লাভ হয়ে থাকে।
জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চাম্পাতলী গ্রাম ঘুরে দেখা যায় আবু বকর ও ওমর আলী নিজের জমিতে শিমের পরিচর্যা করছেন। আবু বকর জানান, মোটা সুতা দিয়ে তৈরি মাচায় করলা চাষ করেন প্রথমে। এখন করলা শেষ হওয়ায় একই মাচায় শিমের চাষ করছেন। শিমের গাছ গুলোতে এখন ফুলে ফুলে ভরে গেছে। ফুলের সঙ্গে অনেক ডগায় শিমও ধরেছে। শিম চাষে তেমন খরচ হয়না। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি বলে জানান তিনি। ওমর আলী জানান, এবার এক বিঘা জমিতে শিম চাষ করেছেন। এতে খরচ হয়েছে ৫ হাজার টাকা । প্রথম দিকে প্রতি কেজি শিম বিক্রি করা হয় ৫০ টাকা কেজি। বর্তমানেও ৩০-৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। শিমের ভালো দাম পাওয়ায় খুশি বলেও জানান তিনি। ওই এলাকায় অনেক কৃষক এখন বাণিজ্যিক ভাবে শিম চাষ করছেন। অন্যান্য ফসলের তুলনায় শিম চাষে তুলনামূলক খরচ কম। আবার তেমন পরিচর্যার প্রয়োজন হয়না। ফলে অধিক লাভ করা সম্ভব হয়ে থাকে বলে জানান শিম চাষিরা। শিম চাষের জন্য ফসলী জমির পাশাপাশি বাড়ির আসপাশের পরিত্যক্ত জায়গাতেও চাষ করা যায়। পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফর রহমান জানান, আন্ত:ফসল হিসেবে পাঁচবিবি উপজেলায় ৫৫০ হেক্টর জমিতে এবার বিভিন্ন সবজি ফসলের চাষ হয়েছে। আন্ত:ফসল হিসেবে রয়েছে আলুর সঙ্গে ভূট্টা, আলুর সঙ্গে মিষ্টি কুমড়া একই সঙ্গে বেগুণের, মরিচ, কলমি শাক, লাল শাক, পালং শাক, পেঁয়াজ রয়েছে এবং আন্তঃফসল চাষে এ এলাকার কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :