May 20, 2024, 5:40 am

সাতক্ষীরার কলরোয়ায় চাঁদাবাজি মামলায় কথিত সাংবাদিক সোহাগকে কারাগারেে পাঠিয়েছে আদালত

আরিফুজ্জামান আরিফ ।। সাতক্ষীরার কলারোয়ায় চাঁদাবাজির মামলায় শার্শার বাগুড়ী বেলতলার সোহাগ হোসেন (২৮) নামে কথিত এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (৮ই জানুয়ারী) দুপুরে তাকে সাতক্ষীরা জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ৮/০৬/২২ কলারোয়া উপজেলা ইলিশপুর গ্রামের আজিবারের ছেলে মনিরুল ইসলাম সোহাগ হোসেনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নং-৩০৩।

সোহাগ হোসেন শার্শার কায়বা ইউনিয়নের বাগুড়ী বেলতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম একজন আম ব্যবসায়ী।দীর্ঘদিন সুনামের সাথে বাগুড়ী বেলতলা বাজারে সুনামের সহিত ব্যবসা করে আসছে।ঘটনার ঐ দিন কথিত চাঁদাবাজ সোহাগ হোসেন তার কাছে ১৫ হাজার চাঁদা দাবি করে। তা না দিলে সে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করবেন বলে হুমকি দেয় বলে এজাহারে জানা যায়।

এছাড়া তার নামে আরো কয়েকটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানা যায়।যা,আদালতে বিচারাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, সোহাগ হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন ব্যক্তিকে নানাভাবে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করে আসছেন। এ থেকে পরিত্রাণ মেলেনি খেটে খাওয়া সাধারণ মানুষেরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :