May 20, 2024, 8:43 pm

সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

মিজানুর রহমান মিনু, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের হরিনা পিপুল বাড়িয়া বাজারে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে।
রবিবার (১৭মার্চ) বিকাল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুল বাড়িয়া বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানান সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সহ সকল নেতৃবৃন্দ।

পরে হরিনা পিপুল বাড়িয়া বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে রতনকান্দি, বাগবাটি, বহুলী ও ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ: হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল।

জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েল, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ।

জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম রাব্বানী তালুকদার, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ান, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ভুট্ট প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিএম মুঞ্জুরুল ইসলাম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতারির মাধ্যমে সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :