April 28, 2024, 3:57 am

১২ সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল চুয়াডাঙ্গা জেলা

মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেপে উঠলো চুয়াডাঙ্গা জেলা। আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টা ৭ মিনিটের সময় ১২ সেকেন্ডের ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে।

১২ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ভূমিকম্পের মাত্রা ৩.৬ রিখটার স্কেলে। পাবনার আটঘরিয়ায় উৎপত্তিস্থল । ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এটা সংঘটিত হয়েছে রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয়েছে রাত ৮ টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ভূমিকম্প স্থায়ীত্ব ছিল ১২ সেকেন্ড।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জেলার বিভিন্ন জায়গার মানুষ বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রাজশাহী, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি। প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া নামক স্থানে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :