June 30, 2024, 10:32 pm

জুম্মাবারের নামাজের সময় আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত শতাধিক

অনলাইন ডেস্ক।
আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণ। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা, আহত বহু। এখনও কোনও সংগঠনই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের উত্তর-পূর্বের কুন্দুজ প্রদেশে।

তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানিয়েছেন, ‘‘শিয়াদের উপাসনার মসজিদে বিস্ফোরণের খবর পেয়েছি। তাতে অনেক মানুষের হতাহত হয়েছেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবারের প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ হয়। এর ফলে অনেক বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার না করলেও অতীতে এই ধরনের হামলার পিছনে তালিবান বিরোধী আইএস-কে-র হাত ছিল। স্বভাবতই এবারও সন্দেহের তির তাদের দিকেই।

সুত্র: আনন্দ বাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :