June 28, 2024, 12:33 pm

ক্ষুদিরাম বসু : অগ্নিযুগের মশাল ইতিহাসে সর্বকনিষ্ঠ মহান বিপ্লবী’র ১৩২ তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক ‘ চিনতে নাকি সোনার ছেলে / ক্ষুদিরামকে চিনতে ? / রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে ’ কবি আল মাহমুদের মুক্ত বাতাস কিনতে প্রাণ দেয়া এই সোনার ছেলের নাম ক্ষুদিরাম বসু ।প্রায় দুইশ ‘ বছর শাসন করা ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেতে আন্দোলন সংগ্রামে যারা অগ্রগামী ভূমিকা রেখেছেন , যারা অস্ত্র হাতে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে প্রাণ দিয়েছেন সেই তালিকার শুরুর দিকে রয়েছে তাঁর নাম ।


আরও পড়ুন >>>>কালীগঞ্জে জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত


দেশপ্রেমিক ক্ষুদিরাম বসুর আজ ১৩২ তম জন্মবার্ষিকী আজ । ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুর জেলা শহরে কাছাকাছি হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ বিপ্লবী । ক্ষুদিরাম বসু নামের সেই কিশোরের স্বপ্ন ছিলো স্বদেশকে মুক্ত করা । এর নির্মম পরিণতির কথা তাঁর অজানা ছিলো না । তারপরও দুঃখ , কষ্ট , বিপদ এবং মৃত্যুর কথা জেনেও তিনি দেশকে মুক্ত করতে পিছপা হননি । মৃত্যু যে কত সহজে বরণ করে নেওয়া যায় তা শিখিয়ে গেছে ক্ষুদিরাম । ফাঁসির আগে শেষ ইচ্ছা জানতে চাওয়া হয় । ক্ষুদিরামের কাছেও জানতে চাওয়া হয়েছিল । জবাবে ক্ষুদিরাম বলেছিল , তিনি বোমা বানাতে জানেন । ব্রিটিশদের অনুমতি পেলে তিনি তার বোমা বানানোর বিদ্যা ভারতবাসীকে শিখিয়ে যেতে চান । কি অসীম সাহস থাকলে মৃত্যুকূপে দাঁড়িয়েও দেশের কথা ভাবা যায় , মানুষের মুক্তির কথা চিন্তা করা যায় তার উদাহরণ ক্ষুদিরাম বসু ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :