July 27, 2024, 5:47 am

কোটচাঁদপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি

“তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাশে বজ্রকন্ঠ তোমার কন্ঠস্বর”। ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিলো এদেশের নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত,ক্ষুধার্ত মানুষের মুক্তির ভাষণ।

এই ভাষণের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ০৭ মার্চ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশণ , আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার জহুরুল ইসলাম, তথ্য আপা তানিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, আব্দুল জলিল বিশ্বাস, শাহারুজ্জামান সবুজ, আব্দুল মান্নান, নজরুল ইসলাম সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে অতিথিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :